নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত পিয়াল হাসান ঝিকরগাছা এলাকার কিতাব আলীর ছেলে।
শনিবার (৯ই নভেম্বর) বেলা দেড়টার দিকে ঝিকরগাছা মুরগি বাজারের নিকটে তাকে হত্যা করেন।
এর আগে ৫ই আগস্ট নিহত পিয়াল হাসান শামীমের বাবা কামারুল কে ছুরিকাঘাতে গুরুতর যখম করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওই ঘটনায় শামীম তার পিতাকে ছুরিকাঘাতের দায়ে পিয়ালসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ পিয়ালকে আটক করে জেল হাজতে পাঠান।
বৃহস্পতিবারে নিহত পিয়াল জামিনে বাড়িতে ফেরেন। শনিবার বেলা বারোটার দিকে বাজারে সালিশি বৈঠকের পর প্রতিপক্ষ শামীম ও শাহীনসহ ৬ থেকে ৭ জন পিয়ালকে উপযুক্তপরি কুপায়। এসময়ে সে হল রোড দিয়ে পালানোর চেষ্টা করেন। তার পরে সে নিজেকে রক্ষা করতে পারেনি। সেখানেও তাকে কুপিয়ে রাস্তার উপরে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বাবা কিতাব আলী বলেন, পূর্বের শত্রতার জের ধরে শামীম শাহিন, রিপন, ডালিম, সোহেল, মেহেদী, অনিক, আইয়ুব পিয়ালকে কুপিয়ে হত্যা করেছেন। এদের মধ্যে শামীম ঝিকুরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক। ৫ই আগষ্টের পর শামীম শাহিন বাজারের একটা দোকান ঘর নিয়ে তাদের সঙ্গে গোলযোগে জড়ায়। এমনকি সেই দোকান ঘরটিতে শামীম শাহিন ও তাদের লোকজন তালা মেরে দেয়। গত তিন মাস ধরে দোকানটি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার ছেলে পিয়াল জামিনে জেল থেকে ছাড়া পান। এরপর বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার বেলা বারোটার দিকে ঝিকরগাছা বাজারে একটি সালিশি বৈঠক হয়। ওই বৈঠক থেকে বাড়ি ফেরার সময় তাকে উপযুক্ত পরি কুপিয়ে হত্যা করা হয়। তিনি ছেলে হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করেছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, নিহত ও হত্যাকারীরা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। গত পাঁচ এ আগস্টের রাতে পিয়ালসহ বেশ কয়েকজন স্থানীয় যুবক এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানে লুটপাট চালানোর চেষ্টা করে। বিএনপি’র পৌর ছাত্রদলের আহবায়ক শামীমসহ তাদেরকে ওই সমস্ত অনৈতিক কাজে বাধা দিলে তারা তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এমনকি শামীমের বাবা কামারুলকে ছুরিকাঘাত করেন নিহত পিয়াল। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার পিয়াল জামিনে বের হলে দুই পক্ষের মধ্যে সালিশি বৈঠক হয়। বৈঠকের পরে বাড়িতে ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের মুঠোফোনে বারবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।