যৌথবাহিনীর হাতে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ই ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাস ও আরও তিনজনকে আটক করা হয়। উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উজ্জ্বল কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার পর উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারাগারে আসার পর তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুর রশিদ টুলুর কাছে জানতে চাইলে তিনি বলেন, কি কারনে সে মারা গেছে সেবিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে তিনি জানান।

উল্লেখ্য, নিহত উজ্জ্বল কেশবপুরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) ও নতুন মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০) কে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করেন পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে তাদের কে জেল হাজতে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *