যশোরে সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:যশোরের সর্বত্র প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও গত কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহে শীত বাড়ছে। শনিবার (২১ ডিসেম্বর) দিনের অর্ধেক সময়জুড়ে কোথাও সূর্যের দেখা মেলেনি। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ জড়সড় হয়ে পড়েছে।

যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এধারা আরো দুএকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিম বঙ্গসহ বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত থাকায় এ অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবারের মত শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার যশোরে সকালে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তারপর সূর্যের দেখা মেলে।
ভোর থেকে ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না। বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ। শীতের তীব্রতা বাড়তে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পশু-পাখি। এ ছাড়া সাধারণ মানুষ গত দু’দিন ধরে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শীত নিবারণের জন্য অনেকে খড়কুটায় আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন।
এদিকে শহরের ফুটপাতসহ বিভিন্ন মার্কেটে শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়েছে। তবে শীতকে পুঁজি করে ব্যবসায়ীরা পোশাকের দামও বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। তাই অনেক শীতার্ত মানুষকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এছাড়া শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চারদিকে শীতজনিত রোগবালাই ছড়িয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধরা এই রোগবালাইয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষ ঘরমুখো হয়ে গেছে। যার ফলে রিকশা, অটোরিকশা, মাইক্রোবাস, ম্যাজিক ড্রাইভাররা অনেকটা অলস সময় পার করছেন। । অনেককে দেখা গেছে আগুন ধরিয়ে গাঁ-গরম করছে। তাদের প্রতিদিন যে আয় হতো এখন তার অর্ধেকও হয় না। শীতের কারণে মানুষের নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি, আমাশয় রোগ হচ্ছে। এসব রোগে মহিলা, শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *