যশোরে দু’টি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলিসহ চার ডাকাত আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দুইটি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলিসহ চার ডাকাত সদস্য আটক হয়েছে।

রোববার (২৯শে ডিসেম্বর) রাতে সদর উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ডাকাতি করার প্রস্তুতিকালে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদেরকে আটক করেন।

এ সময়ে তাদের হিফাজত থেকে ঢাকা মেট্রো-চ-১৯-২২৯৩ নাম্বারের একটি HAICE মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, চৌগাছা সদরের বিশ্বাস পাড়ার ৫নং ওয়ার্ড এলাকার মগরেপ আলীর ছেলে গোলাম মোস্তফা, একই উপজেলার পুড়পাড়ার নিরিলি পাড়ার আবু খায়েরের ছেলে রকি শ্বিাস, যশোর সদর উপজেলা নতুন খয়েরতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার চুড়ামনকাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ।

সোমবার দুপুরে এক প্রেসের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন আজাদ।

তিনি জানান, সোমবার ভোরে জেলার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে কে বা কারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং এ সময়ে তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আরো দুটি পৃথক মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *