স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক।
এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে দুইজন আটক হন।
এ ঘটনায় বৃহস্পতিবার তিনিসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরুলের নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুকে নানা ধরনের উস্কানি দিয়ে আসছিল। বিষয়টি নজরে আসলে পুলিশ ও স্থানীয় জনতারা তীক্ষ্ণ নজর রাখছিল। এক পর্যায় গতকাল রাতে ঢাকার একটি পার্কে স্থানীয় জনতা আটক করে পুলিশ দেন।