মিজানুর রহমান আজহারিও আমির হামজাসহ ৬আলেমর জন্য প্রস্তুত যশোরের মাহফিলের মাঠ 

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: নতুন বছরের ১, ২ ও ৩ জানুয়ারীতে যশোরে আসছেন ড. মিজানুর রহমান আজহারি, আমির হামজাও শায়খ আহমাদুল্লাহসহ দেশের ছয় বরেণ্য আলেম।

৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানে পুলেরহাটের আদ্‌-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে তারা যোগ দিবেন।

মাহফিলের আয়োজকদের ধারণা,তিন দিনব্যাপী এই তাফসীরুল কুরআনে ৮-১০ লাখ মানুষের সমাগম ঘটবে। ইতোমধ্যে এ মাহফিল নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এক ধরনে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিন ১ জানুয়ারি (বুধবার) আলোচনা করবেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও আল্লামা মামুনুল হক। দ্বিতীয় দিন ২ জানুয়ারি (বৃহস্পতিবার) আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন (৩ জানুয়ারি) শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারি। প্রতিদিন বিকেল ৩টা থেকে তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে নারীদের জন্য বসার পৃথক ব্যবস্থা থাকবে। প্রতিদিন ইসলামী নাশিদ পরিবেশন করবেন দেশ বরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা। তবে বাইরের কোনো দোকান মাহফিল মাঠে থাকবে না। মাহফিলে আসা শ্রোতাদের জন্য আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব খাবার দোকান থাকবে। সেখান থেকে খাবার কিনে খেতে পারবে মাহফিলে আসা মুসল্লীরা। এছাড়া মাহফিল মাঠে কেউ রাত্রিযাপন করতে পারবে না।  নিরাপত্তার স্বার্থে মাহফিলের মাঠের মধ্যে কোন মুসল্লী ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে না।

আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে ৮-১০ লাখ মানুষ সমাগম টার্গেটে মাঠ প্রস্তুতি কাজ চলছে। দেশের প্রখ্যাত ছয় জন আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হতে যাচ্ছে।

এ ব্যতিক্রমী আয়োজনে জন্য আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ থেকে ৩০০ বিঘা জমিজুড়ে এ মাহফিলের মাঠ তৈরি করা হয়েছে। মাহফিল ভেতরে প্রবেশ জন্য চারটি ও বাইরে যাওয়ার জন্য ৪টি গেট করা হয়েছে। ৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি বাথরুম ও ওযুখানা তৈরি করা হয়েছে। ১৮-২০টি এলইডি স্কিনের মাধ্যমে লাইভ দেখানো হবে। মূল মাঠসহ আশপাশে ৪টি মাঠে এই এলইডি স্কিন থাকবে। এছাড়া বিশেষ করে মহিলাদের বসার জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ্‌-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় বসেও ধর্মপ্রাণ মুসলিমরা এলইডির মাধ্যমে বক্তাদের বক্তব্য দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *