নিজস্ব প্রতিবেদক: মাদক বিক্রির টাকা চাওয়ায় তানভীর(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে মাদক সেবীরা।
সে যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।
শনিবার (৬ই ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এ ঘটনা ঘটে।
এরপর রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিহত তানভীর একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তানভীর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পিছনে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তানভীর কে চাকু মেরে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় কে বা কারা তানভীরকে ছুরিকাঘাত পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।