নিজস্ব প্রতিবেদক, যশোর : দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে গ্রেফতাকৃত পুলিশ সদস্য দেবপ্রসাদ সাহাকে আরো পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার তাকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইনের আদালতে হাজির করা হলে আদালত তাকে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে ১৯ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড হয়। গত ১৭ ডিসেম্বর তাকে ঢাকা থেকে গ্রেফতার করে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ। ঢাকা থেকে আটকের পর তাকে যশোরে আনা হয় এবং আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।