বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের একটি বিদেশী পিস্তল সহ আক্তারুল ইসলাম (৪৫) নাম একজনকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (৯ই আগস্ট) রাত ১২টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা তাকে গ্রেফতার করেন খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃত আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি সহ তাকে আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ গ্রেফতারকৃত আখতারুল এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।