বেনাপোলে পাচারের সময়ে বিপুল পরিমাণে ভারতীয় ফেব্রিক্স জব্দ 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বেনাপোলে পাচারের সময়ে বিপুল পরিমাণের ফেব্রিক্স জব্দ  করেছে কাস্টমস কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ই আগস্ট) দুপুর তিনটার দিকে বেনাপোল ৩৫ নাম্বার কেমিক্যালের গোডাউনে অভিযান চালিয়ে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা এ বিপুল পরিমাণ ভারতীয় ফেব্রিক্স  জব্দ করেন।

ব্লিচিং পাউডারের মিথ্যা ঘোষণা দিয়ে ব্লিচিং এর ১২শ’ ড্রামে বোঝাই করে খুলনার সোনাডাঙ্গা এলাকার জামাল বাণিজ্য ভান্ডার নামে একটি প্রতিষ্ঠান এসব ভারতীয় মালামাল পাচার করছিল। মালামাল ক্লিয়ারিং অ্যান্ড ফরডিং এজেন্টের দায়িত্ব ছিলেন বেনাপোলের চৈতি ইন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। যার মালিক বেনাপোলের আলমগীর হোসেন নামে এক ব্যক্তি।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, একটি চক্র ব্লিচিং পাউডারের ঘোষণা দিয়ে এ বিপুল পরিমাণের ভারতীয় ফেব্রিক্স বাংলাদেশের পাচার করছিলো। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে দুপুর তিনটার দিকে বেনাপোল ৩৫ নম্বর ব্লিচিং এর গোডাউনের সেডে অভিযান চালিয়ে ১২শ’ ড্রাম বোঝাই করা এ বিপুল পরিমাণের ভারতীয় ফেব্রিক্স জব্দ করা হয়েছে। সেগুলো গণনা চলছে। যার মূল্য কয়েক কোটি টাকা হবে। গণনা শেষ করে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *