স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে আব্দুল্লাহ খান ওরফে মানিক (২১) নামে এক যুবক একটি ওয়ানশুটারগান পিস্তল সহ আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই আগস্ট) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ড থেকে ১০০ গজ দূরে বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর সদস্যরা তাকে আটক করেন।
সে বেনাপোল বড় আচঁড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রউফের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আব্দুল্লাহ খান মানিককে জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন ধরে সে গোপনে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকালাপ ও চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল বল ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।