বিএডিসির সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সংবাদ সম্দেলন

নিউজটি শেয়ার লাইক দিন

 বিএডিসির সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সংবাদ সম্দেলন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:  বিএডিসির সার ডিলার নিয়োগ বহাল রাখার দাবিতে সংবাদ সম্দেলন করা হয়েছে।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে বাংলাদেশ ফর্টিলাইজার এসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের সার ডিলারা ও সার বিতরণের নেতারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাবেক সভাপতি ফাইজুর রহমান বকুল জানান, ২০০৯ সালে সাবেক সরকার ডিলারদের জন্য একটা নীতিমালা তৈরি করে ডিলারদের মাঝে সার সরবরাহ করে আসছিলেন। সেই নীতিমালা বর্তমান সরকার হঠাৎ করে পরিবর্তন করায় অনেক সার ডিলার ও খুচরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে।

১৯৯৫ সালে দুই লক্ষ টাকা নিরাপত্তা জামানত দিয়ে ডিলাররা ব্যবসা শুরু করেন। নিরাপত্তা জামানতের পাশাপাশি গড়ে প্রতি মাসে ডিলারদের ৩০ লক্ষ টাকা থেকে প্রায় ৬০ লক্ষ টাকা পর্যন্ত সার উত্তোলনের জন্য বিনিয়োগ করতে হয়। ডিলারদের কাছ থেকে সার নিয়ে যায় খুচরা বিক্রেতারা। এদের কাছে ডিলারদের ২০ থেকে ৩০ লক্ষ টাকা প্রায়ই বকেয়া থাকে। যা ফসল তোলার পর খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যায়। আবার খুচরা বিক্রেতাদেরও কৃষকের সাথে সম্পর্ক গড়ে উঠায় কৃষকদের নিকটও তাদের বাকীতে সার বিক্রয় করতে হয়। যা তারা পরবর্তীতে ফসল তোলার পর পরিশোধ করেন ।  যদি “সার ডিলার নিয়োগ ও সার বিতরন নীতিমালা-২০২৫” ১লা জানুয়ারী ২০২৬ ইং থেকে কার্যকর করা হয়। তাহলে প্রতিষ্ঠিত একটি ব্যবসার চেইনকে ধংস হয়ে যাবে। তাছাড়া ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধির ও দাবি জানান তিনি।

 

উল্লেখ্য,২০০৯ নীতিমালায় ১টি ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৯ জন সাবডিলার ও একটি বিসিআইসির বিক্রয়কেন্দ্র বিদ্যমান মোট ১০টি বিক্রয় কেন্দ্র কৃষকদের সার সরবরাহ করছে। কিন্ত ২০২৫ নীতিমালায় ৩টি ডিলারের ৯টি কেন্দ্র প্রস্তাব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (খুলনা ও বরিশাল বিভাগ) সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক পরিচালক হাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক পরিচালক কাউসার আলীসহ অ্যাসোসিয়েশনের অধিভুক্ত সার ডিলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *