প্রেম ঘটিতকে কেন্দ্র করে ঝিকরগাছায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১৪ 

নিউজটি শেয়ার লাইক দিন

প্রেম ঘটিতকে কেন্দ্র করে ঝিকরগাছায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১৪ 

স্টাফ রিপোর্টার :প্রেম ঘটিতকে কেন্দ্র করে ঝিকরগাছায় দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ১৪ জন।

রোববার (৯ই ফেব্রুয়ারি) সকাল পনে ৯টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানাই নয়, যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গুচ্ছগ্রামে প্রেম ঘঠিত বিষয় নিয়ে এবং পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১৪ জন গুরুতর আহত হয়েছে।

 

সূত্রগুলো আরো জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে নিলের মেয়ে পপি(২২) এর সাথে একই গ্রামের আমজাদের ছেলে জুয়েল(২৭) এর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জের ধরে নতুন দ্বন্দ্ব তৈরি হয়। এরই সূত্র ধরে সকালে পিন্টুর সাথে পিয়ালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হাসুয়া, রামদা, লাঠি দিয়ে একে অন্যকে আঘাত করে। যার ফলশ্রুতিতে দুই পক্ষের ১৩/১৪ জন আহত হয়। আহতরা হলেন আব্দুল মান্নানের ছেলে পিন্টু(৩০), ভুলু (৪০), মিন্টু(৩৫), পিন্টুর স্ত্রী রুবিনা খাতুন(২৫), বুলু হোসেন এর ছেলে রিয়াদ হোসেন(৩২), মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন(৫০), কুরবান আলীর ছেলে জীবন হোসেন (৩২), মনির হোসেন এর ছেলে পিয়াল হোসেন(২৩), নাছির হোসেনের ছেলে মহসিন আলম(২৮), আলা বক্সের ছেলে
ছলেমান(৫৫), মৃত আলী আহম্মদ এর ছেলে হালিম(৪৮), আবদুল গনির ছেলে
হাসান(৩১) সহ আরও কয়েকজন। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় ৪/৫ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *