প্রতিবন্ধীদের ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা,সেলাইমেশিন ও বাইসাইকেল উধাও , ওসি বললেন তদান্ত চলছে

নিউজটি শেয়ার লাইক দিন

প্রতিবন্ধীদের ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা,সেলাইমেশিন ও বাইসাইকেল উধাও, ওসি বলছে তদান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: দাতা রাষ্ট্রের দেওয়া প্রতিবন্ধীদের ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল এক রাতেই উধাও হয়ে গেছে। উধাও হওয়ার দু’দিন অতিবাহিত হলেও পুলিশের তৎতপরতা দেখা যায়নি। বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বললেন তদান্ত চলছে। 

সংশ্লিষ্টদের দাবি,শনিবার (৭ই ডিসেম্বর) দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারের পাশে পপুলার রাইসমিলের একটি ঘরে প্রতিবন্ধী, পঙ্গু, দুস্থ নারী এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল  রাখা হয়েছিলো। পরের দিন এগুলো স্থানীয় প্রতিবন্ধী, পঙ্গু, দুস্থ নারী এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের কথা ছিলো। কিন্ত সকাল হতেই দেখা যায় ঘরের দরজা ভেঙ্গে এ বিপুল সংখ্যক হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল নেই।  এ বিপুল পরিমাণের এ হুইলচেয়ার অটোরিকশা সেলাই মেশিন বাইসাইকেল লুটের কথিত প্রচার স্থানীয়দের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রবিবার গোলাম রসুল নামে একজন বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের দু’দিন পার হলেও পুলিশের তৎপরতা না দেখে বিষ্মিত এলাকাবাসী।

অভিযোগকারী গোলাম রসুল বলেন,তুরস্কভিত্তিক হাসনে ইন্টারন্যাশনাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত কয়েক বছর ধরে বাঘারপাড়ার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কোরবানির গরুর মাংস, অটোরিকশাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছিলেন। গত তিন বছর ধরে প্রতিষ্ঠানটি উপজেলার প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অটোরিকশা, দুস্থ নারীদের সেলাইমেশিন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে আসছে। এ বছর বিতরণের জন্য কয়েক মাস আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধিজনদের কাছ থেকে সুবিধাভোগীদের নামের তালিকা নেওয়া হয়। এ বছর উপজেলায় ১৪০ জনকে হুইলচেয়ার, ২০ জনকে আটোরিকশা, ১০৭ নারীকে সেলাইমেশিন এবং ১০০ দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়ার জন্য তালিকা তৈরি করা হয়। এজন্য গত শুক্রবার বিকালে উপজেলার রায়পুর বাজারের পাশে পপুলার রাইস মিল চত্বরে শামিয়ানা টানানো হয়। কিন্তু ছাত্রদলের এক নেতা শুক্রবার রাতে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। তিনি শামিয়ানা খুলে না নিলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন। পুলিশও অনুষ্ঠান বন্ধ করতে বলে। এ অবস্থায় শুক্রবার রাতেই শামিয়ানা খুলে নেওয়া হয়। এবং প্রতিবন্ধীদের ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল রায়পুর বাজারের পাশে পপুলার রাইসমিলের একটি ঘরে রাখা হয়। পরের দিন সকালে জানতে পারি ঘরের দরজা ভেঙ্গে সব জিনিসপত্র কে বা করা নিয়ে গেছে। এ বিষয়ে দু’দিন আগে থানায় অভিযোগ করলেও পুলিশ এখনো পর্যন্ত এসব মালামাল উদ্ধারে তৎতপর হয়নি।

 

নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন এবং রায়পুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন সেখানে আসেন। তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সেখান থেকে চলে যেতে যেতে বলেন। এরপর আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন খালি হাতে ফিরে ফিরে যান।

স্থানীয়রা জানান, পাঁচ-ছয় দিন আগে ওই হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল আনা হয়। রাইসমিলের একটি বড় ঘরে সেগুলো রেখে তালা দেওয়া অবস্থায় ছিল। শনিবার রাত ১০টার দিকে দেড়শ থেকে দুইশ লোক ওই ঘরের তালা ভেঙে সব হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে গ্রামবাসী ধাওয়া করলে তারা নয়টি অটোরিকশা এবং পাঁচটি বাইসাইকেল ফেলে রেখে যায়।

এবিষয়ে বাঘারপাড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লার মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসনে ইন্টারন্যাশনালের উদ্যোগে পপুলার রাইসমিলর একটি ঘরে হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল রাখা হয়েছিল। এ ঘর থেকে এগুলো চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এর পরেই প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *