নির্বাচনের দিনেই গণভোট হবে-মির্জা ফখরুল

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: নির্বাচনের দিনেই গণভোট হবে। তার বাইরে গণভোট হবে না। তা হলে এদেশের মানুষ মেনে নেবে না।

৫ই আগস্ট এর পর দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছিল। কিন্তু কয়েকটি রাজনীতির দল সেটা হতে দিচ্ছে না। ওই রাজনৈতিক দলগুলোকে মনে রাখা দরকার বিএনপি পানির জলে ভেসে আসেনি। বিএনপি শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল। দলটি সংগ্রাম করে দেশে রাজনৈতি প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে আরও সংগ্রাম করবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় বৃহস্পতিবার বিকালে যশোর টাউন হল ময়দানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ দল। তাই এ দলকে কোনরকম ছোট করে দেখার সুযোগ নেই। যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপির অঙ্গ সংগঠন গুলো এখনো মাঠে নামেনি। মাঠে নামলে পরিস্থিতি বেগতিক হবে। তাই সব রাজনৈতিক দলগুলো উচিত হবে নির্বাচনের দিকে ধাবিত হওয়া। তা না হলে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর বিশৃঙ্খলা সৃষ্টি হলে মানুষের শান্তি নষ্ট হবে। যেটা সাধারণ মানুষ কখনোই কামনা করে না।

সাবেক মন্ত্রী  তরিকুল ইসলামের স্মরণ করতে গিয়ে বলেন, তরিকুল ইসলাম ছিল বিএনপি’র কান্ডারী। দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন। অনেক সময় তিনি আন্ডারগ্রাউন্ড থেকেও দলের জন্য কাজ করেছেন। নেতা সবাই হতে পারে না। নেতা তারাই হতে পারেন, যারা দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। তরিকুল ইসলাম ছিল তাদের মধ্যে অন্যতম। যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিভিন্ন সময়ে কাছে ডেকে নানা পরামর্শ দিয়েছেন। তিনিও দলের ক্রান্তিকালে নানা পরামর্শ দিয়েছেন। তার নেতৃত্বে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিএনপির সুসংগঠিত হয়েছে। তাই যারা নেতা হতে চান তাদেরকে তরিকুল ইসলামের জীবনী অনুসরণ করতে হবে। এ সময়ে তিনি তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিতকে তরিকুল ইসলামের জীবনী নিয়ে বই লেখার নির্দেশনা দেন তিনি।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, যশোর ২ আসনের সংসদের সদস্য প্রার্থী নাজমুন নাহার মুন্নি, যশোর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী টিএস আইয়ুব, যশোর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থীও সাবেক ছাত্রদল নেতা রনকুল ইসলাম রনক, মনিরামপুর বিএনপি’র সভাপতি শহীদ ইকবাল, যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুবদলের সভাপতি তমলসহ জেলার ও উপজেলার বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *