নড়াইলে পটু হত্যার ৩ খুনিকে নারায়ণগঞ্জে গ্রেফতার করলো যশোরের র‌্যাব সদস্যরা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: জমি জায়গার বিরোধের জের ধরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় জমি-জমা নিয়ে খুন হয় পটু মোল্লা (৫৫)।

সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। এ সময়ে ভিকটিমের ছোট ভাই কচি মোল্লা (৪৭) তাকে বাচাতে গেলে তাকেও উপযুক্তপরি কুপিয়ে গুরুত্বর আহত করে।

ঘটনার পরের দিন তার ভাই জসিম উদ্দিন মোল্লা  নড়াইলের লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একপর্যায়ে শনিবার রাতে হত্যা মামলার তিন আসামিকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে যশোর র‌্যাব ৬ সদস্যরা।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

গ্রেপ্তারকৃত এক নাম্বার আসামি নড়াইল লোহাগাড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে তালবাড়িয়া গ্রামের মৃত ছালেহ মোল্যার ছেলে বোরহান উদ্দিন মোল্যা (৫৫), ৪ ও ৬ নাম্বার আসামী একই এলাকার মৃত আফজাল মোল্যার দুই ছেলে ইকরাজুল মোল্যা (২৫) ও ছাব্বির মোল্যা (১৯)

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন,গত ১৩ জুন সোমবার জমি জায়গার বিরোধের জের ধরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে নিশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় পটু মোল্লাকে। হত্যাকাণ্ড ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যান। ওই ঘটনার পরের দিন  নিহতের ভাই জসিম উদ্দিন মোল্লা  নড়াইলের লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি চাঞ্চল্যকর হাওয়ায় আমরা আমলে নিয়ে আসামিদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করি। একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হত্যাকাণ্ডের আসামিরা নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার আড়িয়াবো এলাকায় অবস্থান করছে। শনিবার রাত রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *