কুষ্টিয়ায় পুলিশ সদস্যকে জুতাপেটা

নিউজটি শেয়ার লাইক দিন

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। হেনস্থার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায় প্রকাশ্যে এক ট্রাফিক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারতে থাকেন এক নারী। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর সঙ্গে থাকা আরেক নারী তাকে লাঞ্ছিতের দৃশ্যটির ভিডিও মোবাইলে ধারণ করেন। এক পর্যায়ের তিনিও ওই পুলিশ সদস্যকে মারতে থাকেন।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন মোড়ে এঘটনা ঘটে। হেনস্থার শিকার ওই পুলিশ সদস্যের নাম নাজমুল হোসেন। তিনি কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

হেনস্থার শিকার নাজমুল হোসেন বলেন, সকালে রিকশায় করে ওই নারী তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এমন সময় রেলগেট পড়ে গেলে আমাদের ওপর চড়াও হন ওই নারী। এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফিরে এসে আচুমকা তারা আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পুলিশ লাইনে পৌঁছে দেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।

তবে এঘটনায় অভিযুক্ত ওই দুই নারীর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমি ছুটিতে আছি। কথা বলে বিস্তারিত জানাতে পারবো।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অভিযুক্ত ওই দুই নারীকে খুঁজছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *