অনিয়মের অভিযোগে জেলার ১০ ইউনিয়ন ভূমি সহকারী এক যোগে বদলি

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় যশোর জেলার ১০ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

অনিয়ম রুখতেও রাজস্বে গতিশীলতা আনতে এ বদলি আদেশ জারি করা হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

তবে জেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত বিতর্কিত চিহ্নিত আরো কয়েকজন বদলি না হওয়ায় অনেকের মধ্য চাপা ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সময়ের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও উঠেছে।
এদিকে, বদলি করা ১০ জনের মধ্যে ৮ জনকে আগামীকাল ১৬ জুলাই বদলিকৃত ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করতে বলা হয়েছে। একইসাথে আদেশ পাওয়ার পর দুদিনের মাথায় গত ১০ জুলাই একজন সহকারী ও একজন উপ-সহকারী ভূমি কর্মকর্তা যোগদান করেছেন।

সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে, গত ৮ জুলাই যশেেোরর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজন সরকার এক বদলি আদেশ স্মারকপত্রে একযোগে ১০জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতাকে বদলি করেছেন। বদলি হওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা হচ্ছেন, শাহাদত হোসেন, বিষ্ণুপদ মল্লিক, আখতার হোসেন সাদী, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, নুরুন্নাহার আক্তার, আসলাম হোসেন, এস.এম. শফিউর রহমান, নজরুল ইসলাম ও ভূমি উপ সহকারী কমকর্তা রকিব উদ্দিন। তারা যথাক্রমে যশোরের পাঁচবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি অফিস, অভয়নগরের রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন ভূমি অফিস, কেশবপুরের কাটাখালী ইউনিয়ন ভূমি অফিস, অভয়নগরের ভাটপাড়া ইউনিয়ন ভূমি অফিস, মণিরাপুরের ঝাঁপা ইউনিয়ন ভূমি অফিস, চৌগাছার আড়পাড়া ইউনিয়ন ভূমি অফিস, শার্শার গোগা ইউনিয়ন ভূমি অফিস ও বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। তাদের যথাক্রমে বদলি করা হয়েছে নেহালপুর ইউনিয়ন ভূমি অফিস, কাটাখালী ইউনিয়ন ভূমি অফিস, চুড়ামনকাটি ইউনিয়ন ভূমি অফিস, আড়পাড়া ইউনিয়ন ভূমি অফিস, পাঁচবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, ভাটপাড়া ইউনিয়ন ভূমি অফিস, ঝাঁপা ইউনিয়ন ভূমি অফিস, ভোজগাতী ইউনিয়ন ভূমি আফিস ও গোগা ইউনিয়ন ভূমি অফিসে। এদের মধ্যে নজরুল ইসলাম ও রকিব উদ্দিন গত ১০ জুলাই বদলিকৃত ভূমি অফিসে যোগদান করেছেন।

এছাড়া বাকি ৮ জনকে আগামি ১০ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে আদেশ দেয়া হয়েছে।

এদিকে, এই বদলি আদেশের আওতায় পড়া অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন তারা সরকারি আদেশ মেনে চাকরি করছেন এবং করবেন। তারা বদলি আদেশ মেনেও নিয়েছেন। তবে অনেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে তারা বদলি হচ্ছেন না। আবার অন্য পদের কয়েকজনকে বদলি আদেশ দেয়া হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে তাদের ছাড়া হচ্ছে না। এসব বিষয় আমলে নিয়ে বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। তাদেরও বদলি করার দাবি উঠেছে।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজন সরকার জানান, নানাভাবে বিচার বিশ্লেষণ করে ১০ জনকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগদান না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *