নিজস্ব প্রতিবেদক: ‘ঈদ মানেই আনন্দ’ কিন্তু এই আনন্দে সবাই কি সত্যিই শরিক হতে পারে?
প্রতিদিনের মতো ঈদের ছুটির দিনেও যারা জীবিকার তাগিদে রাস্তায় ছুটছেন, সেইসব রিকশাচালক, ভ্যানচালক, ইজিবাইক চালক কিংবা দিনমজুরদের মুখে এক চিলতে হাসি ফোটাতেই ভিন্নধর্মী এক আয়োজন করল যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতন সংস্থা (সাসস)।
শুক্রবার ঈদের ষষ্ঠ দিনে শহরের ব্যস্ততম প্যারিস রোডের একাংশ যেন অস্থায়ী ফলের বাজারে রূপ নেয়। থরে থরে সাজানো মৌসুমি ফল দেখে প্রথমে পথচারীরা ভেবেছিলেন—এটি বুঝি কোনো নতুন ফলের দোকান। কিন্তু একটু এগিয়ে গিয়েই ধরা পড়ে মূল চিত্র: দোকান নয়, বরং মানবিকতা ও ভালবাসায় গড়া এক আয়োজন।
সাসস’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় পাঁচ ধরনের মৌসুমি ফল দিয়ে প্রায় ৫০০ জন শ্রমজীবী মানুষের জন্য ‘ফলভোজ’ অনুষ্ঠান। কারো হাতে থলেতে টক-মিষ্টি আম, কেউ মুখে তুলছেন রসালো লিচু, কেউ প্লেটে তুলে দিচ্ছে জাম, আবার কেউ তুলে দিচ্ছে কাঁঠাল। কোন টিকিট, তালিকা বা শর্ত নেই—যারা আসছেন, বসে খাচ্ছেন, হেসে উঠছেন।
সংগঠনের সদস্যদের কথায়, “ঈদের খুশিতে সবাই শরিক হতে পারে না। অনেকে ফল কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। তাদের কথা মাথায় রেখেই এই ব্যতিক্রমী আয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম। এছাড়াও সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদেষ্টা ইউনুস আলী, নির্বাহী সদস্য আওয়াল হোসেন, সায়েম, মেহেদী হাসান টনি, অনিক হোসেন শুভসহ অনেকে।
এই আয়োজনটি ছিল কেবল একটি খাবার দান নয়, বরং একটি বার্তা—ঈদের আনন্দ হোক সবার জন্য। সমাজের প্রান্তিক মানুষদের মুখে একটুখানি হাসি ফোটানোই ছিল তাদের মূল লক্ষ্য। তাদের মুল লক্ষ ‘ভোগে সুখ নয় ত্যাগের সুখ’
এমন মানবিক ও সৃজনশীল উদ্যোগ দেখে পথচারীরাও থমকে দাঁড়ান, কেউ ছবি তোলেন, কেউ পাশে এসে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। অনেকেই বলেন, ‘এমন আয়োজন আগেও দেখা যায়নি, সাসস যে কাজটি করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’
সাসস’র এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়—ঈদের আনন্দ শুধু নতুন পোশাক, মিষ্টির প্যাকেট বা আত্মীয়দের ভিড়ে নয়, বরং ক্ষুধার্ত মুখে এক চিলতে হাসি ফোটানোই ঈদের প্রকৃত মাহাত্ম্য।