৫নং ওয়ার্ডে ‘আলীগড় সুরক্ষা কমিটি’ গঠন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীগড় এলাকায় যশোর পুলিশ সুপারকে প্রধান উপদেষ্টা রেখে গঠিত হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট ‘আলীগড় সুরক্ষা কমিটি’।

এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, মাদক প্রতিরোধ এবং অপরাধ দমনসহ এলাকার সার্বিক উন্নয়ন সহ জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার প্রত্যয়ে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শুক্রবার সন্ধ্যায় আলীগড় সড়কে এক সভার মাধ্যমে এই সুরক্ষা কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুর রহমান, মারুফুজ্জামান কাঞ্চন। সভাপতিত্ব করেন খাইরুল বাসার শাহীন, সভায় আরো উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি, যুব সমাজ, শিক্ষার্থী, নারী প্রতিনিধি এবং সমাজসেবী সহ সকল শ্রেণী পেশার মানুষ। মুফতি আব্দুল কুদ্দুস সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন খাইরুল বাসার শাহীন, প্রধান অতিথির বক্তব্যে ইন্সপেক্টর মামুনুর রশিদ পিপিএম প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে যশোর পুলিশ সুপারকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করে ২৩ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ২৯ সদস্যের কার্যনির্বাহী আলীগড় সুরক্ষা কমিটির নাম ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খাইরুল বাসার শাহীন, সহ-সভাপতি ফরহাদ আহমেদ, আরিফুল কামাল লাইট, আব্দুল হালিম, মির্জা সোহরাব, আব্দুল মতিন। সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। সহ-সাধারণ সম্পাদক বাশারুজ্জামান পলাশ, হারুন অর রশিদ। সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান। সহ-সাংগঠনিক সম্পাদক অসীম বাবু, নাদিম হোসেন জনি, জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার রাজু আহমেদ, মোশাররফ হোসেন। অর্থ সম্পাদক আজগর হোসেন, শহিদুল ইসলাম। ক্রীড়া সম্পাদক মুরাদুল কবির পাপ্পু, মোহাম্মদ রাব্বি। দপ্তর সম্পাদক ফারুক হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ কোরবান আলী। প্রচার সম্পাদক আশিক সিদ্দিকী (আইসিটি প্রধান), সাদ্দাম হোসেন। কার্যনির্বাহী সদস্য বাহাদুর শিকদার, মাসুদ, টগর, সুমন ও জীবন।
সভায় অতিথিবৃন্দ বলেন, সময়ে আমাদের এই এলাকা যশোর পৌরসভার মধ্যে সব থেকে অবহেলিত ছিল। তৎকালীন সময়ে যারা এলাকার অভিভাবক হয়েছিলেন, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছিলো। তাদেরই ছত্রছায়ায় এই এলাকায় গড়ে উঠেছিলো মাদকের নিরাপদ অভয়ারণ্য । এই এলাকার রাস্তাঘাট দেখলে মনে হবে এটি কোন এক পাহাড়ি এলাকা। এই এলাকায় বহিরাগত উঠতি বয়সী সন্ত্রাসীরা চুরি-ছিনতাই, চাঁদাবাজি দখলদারিত্বের রাম রাজত্ব তৈরি করেছিলো। সেই ভয়াল অবস্থা থেকে ফিরে আমাদের আলীগড় মহল্লাকে যশোর জেলার মধ্যে একটি আদর্শ অনুকরণীয় অনুসরণীয় ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আলীগড় সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কাঙ্ক্ষিত আধুনিক আলীগড় নিশ্চিত করতে হবে আমাদের সকলকেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, আলীগড় সুরক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কমিটি নিয়মিত বৈঠক করে কাজ করার অঙ্গীকার করছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সকল শ্রেণিপেশার মানুষ এতে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *