৪০০ কেজি ওজনের তালা, চাবি ৩০ কেজি !

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: ৪০০ কেজি ওজনের তালা বানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা ও তার স্ত্রী রুকমনি শর্মা। এমন তালাটি অযোধ্যার রামমন্দিরের জন্য ব্যবহার করা হবে। আর তালাটি খোলার জন্য যে চাবি তার ওজন ৩০ কেজি। ১০ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছয় মাস।

সত্যপ্রকাশ একজন তালা ব্যবসায়ী। তিনি বলেন, অযোধ্যায় পাঠানোর আগে এই তালাটিতে অনেক পরিবর্তন করা হবে। তালার বাক্স, লিভার ও হুড হবে পিতলের। মরিচা থেকে বাঁচার জন্য তালাটিতে একটি স্টিলের স্ক্র্যাপ সিট বসানো হবে, এই উদ্দেশ্যে তার আরও অর্থের প্রয়োজন।

তাই তিনি লোকদের কাছে আর্থিক সাহায্য চাইছেন যাতে তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ।
সূত্র: আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *