স্টাফ রিপোর্টার: হত্যা, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ ১৯ টি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী সাগর শেখ খুলনা থেকে গ্রেপ্তার হয়েছে। এসব মামলার মধ্যে ইতোমধ্যে ৯ টির গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছিল। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিনের পলাতক ছিল।
শুক্রবার (১৬ই মে) রাত ১১টার দিকে খুলনার রুপসার জাবুসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন খুলনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা।
গ্রেফতারকৃত সাগর শেখ গোপালগঞ্জ সদর উপজেলা কাজলিয়া বাজার এলাকার ফায়েক শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে যশোর-রেলগেট পশ্চিম পাড়া কলাবাগান এলাকায় অবস্থান করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর কোম্পানী কমান্ডার রাসেল মিয়া বলেন, গ্রেফতারকৃত সাগর যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ ১৯ টি মামলার রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে খুলনার রুপসার জাবুসা এলাকায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।