১৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। একটি সামরিক অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটে।

এ সময় ইসরায়েলি সেনাবাহিনী এক বয়স্ক ফিলিস্তিনি নারীকেও হত্যা করেছে। ফিলিস্তিনের কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।

জেনিনের পরিস্থিতি “সঙ্কটজনক” ছিলো বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘ইসরায়েলি হামলায় অনেক মানুষ আহত হয়েছে। কিন্তু, তাদের কাছে এখনও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি।

তিনি জানান, স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে।

এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কিছু বিবরণ প্রকাশ করেছে। তবে জায়নবাদী দেশটির গণমাধ্যম বলেছে, তারা উগ্রবাদীদের “বড় হামলা” বানচাল করতে কাজ করছে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে যে তারা সংঘাতময় ওই শহরে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে লড়াই করছেন। ইসরায়েলিরা বারবার ওই শহরের ফিলিস্তিনিদের ওপর হামলা করছে। ওই জায়নবাদী দেশটির সেনাদের প্রতিরোধেই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।

সম্প্রতি পশ্চিম তীরে উত্তেজনা বেড়েছে। কারণ, ইসরায়েল অব্যাহতভাবে ফিলিস্তিনবিরোধী সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এটাকে উগ্রবাদবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এ বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *