১২ ঘন্টায় ১৪০ মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টিতে যশোরের রাস্তাঘাট পানিতে টয়টুম্বুর
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ প্রবাহিত হচ্ছে যশোর খুলনা দিয়ে। এর প্রভাবে যশোরে গত শনিবার রাত বারোটা থেকে রোববার সকাল ১২ টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এরমধ্যে রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ৮১ মিলিমিটার এবং সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে যশোর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ আবহাওয়ার অধিদপ্তরের কর্মকর্তারা।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে যশোরের রাস্তাঘাট পানিতে টয়টুম্বুর পরিনত হয়েছে। অনেক নিম্নাঞ্চল পানির তলায় তলিয়ে গেছে। শহরের প্রতিটি রাস্তায় হাঁটু পানি বেধেছে। টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্নআয় ও জলাবদ্ধ এলাকার মানুষ।
মুষলধারে বৃষ্টির কারণে যশোরের অনেক নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বেজপাড়া, টিবি ক্লিনিকপাড়া, স্টেডিয়ামপাড়া, শংকরপুর, মিশনপাড়া, উপশহর, চাঁচড়া, কারবালা, এমএম কলেজ এলাকা, নাজির শংকরপুর, বকচর, আবরপুরসহ শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। শংকরপুর, বেজপাড়া, খড়কি, কারবালা, স্টেডিয়ামপাড়ার অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।
শহরের এম এম কলেজ রোড এলাকার জামাল হোসেন জানান, তাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিগত পৌরসভার মেয়রের শত কোটি টাকার বাজেট থাকলেও পানি নিপারেশন কোন ব্যবস্থা করে নি। যে কারণে একটু বৃষ্টি হলেই শহরের প্রতিটি রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়।
যশোর শহরে চাঁচড়া বাবলাতলা এলাকার সোহাগ বলেন, আগে ড্রেনের মাধ্যমে এই পানি হরিণার বিলে নেমে যেত। এখন সেখানে বড় বড় ভবন হওয়ায় ড্রেন বন্ধ হয়ে গেছে। পানি নামতে পারছে না। কিন্তু শহরের পানি এই এলাকায় এসে জমা হচ্ছে।
একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আগে শহরের পানি হরিণার বিল দিয়ে মুক্তেশ্বরী নদীতে যেত। কিন্তু ২০১০ সালে হরিণার বিলে মেডিকেল কলেজ হওয়ার পর আশপাশে আরও অনেক স্থাপনা গড়ে উঠেছে। এতে বিল দিয়ে পানি আগের মতো নিষ্কাশিত হতে পারছে না। ফলে এই এলাকা বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে
যশোর পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে পৌর মেয়র কি করেছে সেটা আমরা জানি না। তবে আমরা দায়িত্ব গ্রহণের সাথে সাথে শহরের জলাবদ্ধতা নিরাসনের চেষ্টা করে যাচ্ছি। আশা করছি খুবই তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা সম্ভব হবে