স্ত্রীর মরাদহ মাঠে, স্বামীর মৃত্যু দেহ ঝুলছে গাছে!

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর মরাদহ পড়ে আছে মাঠে।আর বাড়িতে একটি আমড়া গাছে স্বামীর মৃত্যু দেহ ঝুলে ছিল। 

খবর পেয়ে শনিবার সকালে বেনাপোলের পোট থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া।

স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয়রা বেনাপোল রঘুনাথপুর সীমান্তে রেহেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃতদেহ মাঠে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পরে ওই নারীর স্বামী মনিরুজ্জামান (৫২) খোঁজাখুঁজি করতে গিয়ে তার মৃত্যু দেহ বাড়ির একটি আমড়া গাছে ঝুলতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারীর সঙ্গে মনিরুজ্জামানের প্রায় পারিবারিক কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময়ে স্ত্রী রেহেনা খাতুন কে গলাটিপে হত্যা করেছে। পরে মনিরুজ্জামান নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/06/FB_IMG_1749876745885.jpg

যদিও নিহত দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরাদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হসপিটালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *