সড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদে যশোরের পুলিশ সুপার রাস্তায়
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ রাস্তায় নেমেছে।
সম্প্রতি সময়ে যশোর শহরের রাস্তা দখল ও ফুটপাত দখল করে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। এতে শহরে পথচারীদের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফুটপাত দখল ও সড়ক দখল করে দোকানপাট তৈরিতে শহরের রাস্তাঘাট গুলো অতিমাত্রায় সংকীর্ণ হয়ে পড়ায় একদিকে যেমন পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে অন্যদিকে অহরহ ঘটছে দুর্ঘটনা। বিষয়টি যশোর পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদের নজরে আসলে তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে রাস্তায় নেমে দোকান উচ্ছেদের নির্দেশ দেন। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা পুলিশ সুপারের কথায় সাড়া দিয়ে আগামীকাল থেকে ফুটপাতে ও সড়ক থেকে দোকানপাট সরিয়ে নেয়ার আশ্বাস দেন।
এ সময়ে পুলিশ সুপারের সাথে ছিলেন যশোর কসবা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার, ইন্সপেক্টর (অপারেশন) দেবাশীষ, যশোর ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিয়াই) মাহফুজ সহ অর্ধ শতাধিক পুলিশ সদস্য।