শ্রমিক নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা রটনায় থানায় অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

শ্রমিক নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা রটনায় থানায় অভিযোগ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর
বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা রটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

রোববার দুপুরে শ্রমিক নেতা শহীদ আলী বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে মিথ্যা প্রোপাগান্ড ছড়ানো দায়ে Md.Ayash Mamun নামের ফেসবুক আইডির বিরুদ্ধে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্র থেকে জানা গেছে, শহিদ আলী বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক। গত ৩ই ফেব্রুয়ারি Md.Ayash Mamun নামের এক ফেসবুক পেইজে আমার মান সম্মান নষ্ট করার লক্ষ্যে, বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অজ্ঞাতনামাদের অসৎ উদ্দেশ্য যে আমাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এধরণের মিথ্যা বানোট অপপ্রচার করায় আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। তাই প্রশাসনের কাছে আমার জোর দাবি এই ফেসবুক আইডি কে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

অভিযোগটি আমলে নিয়ে বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *