তরিকুল ইসলাম মিঠু,যশোর,প্রতিবেদক: শত কোটি টাকার মালিক সাবেক সার্ভেয়ার এ, বি, এ, মফিদুল ইসলাম (৬৩)। এ কর্মকর্তা ১৭ আগষ্ট ১৯৮৭ সালে সাতক্ষীরা সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ার পদে চাকরিতে যোগদান করেন। সে মাগুরা ১০ নং জেলাপাড়া রোডের ৯৪/১ নং বাসার মৃত আব্দুল গফুর ছেলে।
পরবর্তীতে তিনি বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেন। মোটা অংকের টাকার বিনিময়ে তিনি গত ২০১৯ সালে সার্ভেয়ার পদ হতে উপসহকারী সেটেলমেন্ট পদে পদোন্নতি পান। গোদান করেন যশোরের বাঘারপাড়ায়। পরবর্তীতে গত ১৭ নভেম্বর ২০২০ সালে পিআরএল ছুটিতে যান এবং বর্তমানে তিনি অবসরজীবন যাপন করছেন।
তার ১ম স্ত্র্রীর একটি কন্যা সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন মুসলিমা ইয়াসমিন নামে এক নারীকে। তার দ্বিতীয় স্ত্রী পেশায় একজন গৃহিণী। এ, বি, এ, মফিদুল ইসলাম ও ২য় স্ত্রী মুসলিমা ইয়াসমিন দম্পত্তির যমজ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এ, বি, এ, মফিদুল ইসলাম তার নিজ ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে মাগুরা সদর উপজেলায় দুই কোটি টাকা মূল্যের একটি দুইতলা বাড়ি রয়েছে। মাগুরার সদর উপজেলার বড়খড়ি, শিমুলিয়া, সীতারাম ও রায়গ্রাম মৌজায় রয়েছে ২৩২.২৪ শতক জমি, ৩টি দলিলমূলে ক্রয় করেছেন ৭৮ শতক জমি। পরে আবার ৮টি দলিলে ক্রয় করেছেন ২০৭.৫০ শতক ও অছিয়তনামা মূল্যে প্রাপ্ত ৩৩ শতক জমি। মোট ৫৪৯.৭৪ শতক জমি যার মূল্য দেখানো হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৭৯৩ টাকা হলেও যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
অস্থাবর সম্পদ হিসেবে ১৬ ভরি ১০ আনা স্বর্ণ, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, মোটর সাইকেল, ব্যাংকে জমা ও সঞ্চয়পত্র (মেয়াদী, পেনশন ও পারিবারিক) ক্রয় বাবদ মোট ৭৯,৫০,৪৬৩ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট (২৩,৬৩,৪১৩ + ৭৯,৫০,৪৬৩)=১,০৩,১৩,৮৭৬ টাকার সম্পদ থাকার তথ্য উল্লেখ করেন। তার প্রকৃত সম্পদ অন্তত ২০ কোটি টাকা।
আরো অনুসন্ধানে জানা যায়, এ, বি, এ, মফিদুল ইসলামের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক, মাগুরার ভাবনহাটি বাজার শাখায় ১৮১০-০৩১১০৮৯৬৯৩ নম্বরের একটি সঞ্চয়ী হিসাব পরিচালিত হচ্ছে। গত ১৯ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে ২,৭৫,৯৬৫ টাকা স্থিতি ছিল। দুদক সম্পদ বিবরণীর নোটিশ জারী করলে তিনি উক্ত হিসাব থেকে টাকা উত্তোলন করে নেন। উক্ত হিসাব সম্পর্কে কোন তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করা আছে ৩০ লাখ টাকা। যার রেজি নং-২০২০-০৩১৯৯৪০ ও ২০২০-০৭৬৮৪২৩। এছাড়া ২০২৩-২৪ করবর্ষে তার দাখিলকৃত আয়কর রিটার্ন অনুসারে উক্ত বছরে তার ব্যাংকে ও হাতে নগদ ৬৮ লাখ টাকা রয়েছে। এছাড়াও বিভিন্ন নামে বেনামে তার সম্পদ রয়েছে অন্তত আরো ৫০ কোটি টাকা।
দুর্নীতি দমন কমিশনের যশোর জেলা কার্যালয় উপসহকারী পরিচালক আল-আমিন বলেন,এ, বি, এ, মফিদুল ইসলামের দেওয়া তথ্য মতে তার নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ (৭৯,৫০,৪৬৩ + ২,৭৫,৯৬৫ + ৩০,০০,০০০ + ৬৮,০০,০০০)= ১,৮০,২৬,৪২৮- টাকা। অর্থাৎ তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে (২,০৩,৮৯,৮৪১ – ১,০৩,১৩,৮৭৬) =১,০০,৭৫,৯৬৫- টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছে। এ, বি, এ, মফিদুল ইসলাম ২০০৩-০৪ করবর্ষ হতে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন। তার আয়কর রিটার্ন পর্যালোচনায় দেখা যায়, আয়কর নথি খোলার সময় তিনি প্রারম্ভিক নীট সম্পদ প্রদর্শন করেছেন ৩০,০১,৯৬৪- টাকা। ২০০৩-০৪ করবর্ষের রিটার্ন ও আদেশ পর্যালোচনা করে দেখা যায় যে, তার নামে থাকা মাগুরা জেলাপাড়ার বাড়ি নির্মাণের অর্থের বৈধ উৎসের তথ্য প্রদান করতে পারেননি। ফলে তার বিল্ডিং নির্মাণ ব্যয় ১৮,২০,৬২০- টাকা অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে নির্মাণ করা হয়েছে মর্মে গণ্য করা হয় । এছাড়া তার অবশিষ্ট ১১,৮১,৩৪৪- টাকা বৈধ হিসেবে গণ্য করা হয়। পরবর্তী ২০০৪-০৫ হতে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে তিনি মোট আয় প্রদর্শন করেছেন ১,৯৫,০৯,৮৮৪- টাকা এবং পারিবারিক খরচসহ অন্যান্য খরচ প্রর্দশন করেছেন ৪৭,৭১,৩৮৪ টাকা। কিন্তু ২০১৭-১৮ করবর্ষে স্বর্ণ বিক্রয় হতে আয় ৪,৫০,২৫০- টাকা উল্লেখ করলেও অনুসন্ধান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানে মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি সম্পদের যে মূল্য নির্ধারণ করেছে তা প্রকৃত অর্থে ১০০ ভাগের এক ভাগ। প্রাথমিকভাবে অনুসন্ধান করে ইতোমধ্যে প্রতিবেদন মাগুরা সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়েছে। এরপরেই আদালত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।