লকডাউন না মানায় যশোরের ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ভারতীয় ভেরিয়েন্ট করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত সপ্তাহ যাবত লকডাউন চলছে। সংক্রমণ ঠেকাতে সরকার যশোরসহ সীমান্তের সাত জেলায় লকডাউনের নির্দেশ দেন। কিন্তু যশোরের  অধিকাংশ ব্যবসায়ীরা অধিকাংশ সময়ই লকডাউনের তোয়াক্কা না করে রাস্তায় বের হয়ে মার্কেটে গিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে যশোরের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রোব ও সোমবার যশোর আর এন রোড সহ বেশ কিছু এলাকায় ঘুরে ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন, ১। মিরাজ (২৫), পিতা- নাসিরউদ্দিন সাং- আরএনরোড, ২। পিন্টু (৩০), পিতা- গোবিন্দ, সাং- আরএন রোড, ৩। টিপু (২৬), পিতা- বাবলু মাষ্টার, সাং-আরএন রোড ৪। সাজু (৪০), পিতা- ইয়াকুব, সাং- সন্ধানী মার্কেট, ৫। সালাউদ্দিন (৩০), পিতা- সাহাবুদ্দিন, সাং- আরএন রোড ৬। সেলিম রেজা (৩০), পিতা- এমারত আলী, সাং- সন্ধানী মার্কেট, সর্ব থানা- কোতয়ালী

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান বলেন, লকডাউনের প্রথম থেকে লক্ষ্য করা যায় কিছু ব্যবসায়ী লকডাউন ভঙ্গ করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমার নজরে আসলে  যশোরের নির্বাহি ম্যাজিস্ট্রেট তানজিলা আকতার কে সাথে নিয়ে যশোর আর এন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার দায় ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত টাকা ট্রেজারী চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *