যশোর ইনমাসে শতাধিক ডাক্তারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) ইনমাসে যশোরের শতাধিক ডাক্তারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ই জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসের উত্তর পশ্চিম প্রান্তে ইনমাসে ভবনের ষষ্ঠ তলার মাল্টি পারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) যশোরের পরিচালক ডাক্তার জামিউল হোসাইন বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরিচালিত ঢাকায় একটি ম্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েলেস (নিমমাস) প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২১ টি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনমাস,যশোর অন্যতম। এই ইনস্টিটিউট ১৪ নভেম্বর, ২০২৩ সনে সমগ্র যশোর জেলা ও আশেপাশের জেলাসমূৃহের জনগণের পরমাণু চিকিৎসা এবং আন্ট্রাসাউন্ড বিষয়ক চিকিৎসা সেবা সুনামের সাথে প্রদান করে চলেছে। এ অঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্য সেবায় সহায়ক ভূমিকা পালন করছে। পরমাণু এবং আন্ট্রাসাউন্ড বিষয়ক চিকিৎসা সেবা প্রদানের জন্য এই ইনস্টিটিউটে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপিত হয়েছে। সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদানে অত্র ইনস্টিটিউট সর্বদা সচেষ্ট। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এখন এই প্রতিষ্ঠান থেকে ১৪৪ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

প্রধান অতিথির বক্তব্যের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক অধ্যাপক ডক্টর ফারিয়া নাসরিন বলেন,চিকিৎসা বিজ্ঞানের একটা বিশেষায়িত শাখা। যেখানে তেজস্ক্রিয় পদার্থ বা পরমাণু ব্যবহার করে রোগ নির্ণয় ও ক্ষেত্র বিশেষে রোগের চিকিৎসা করা হয়। তেজস্ক্রিয় পদার্ঘের অস্থিতিশীল পরমাণু থেকে আলফা কণা, বিটা কণা,পজিট্রন, গামা রশ্মি ইত্যাদি বিভিন্ন ধরণের কণা ও রশ্মির বিচ্ছুরণ ঘটে। বিচ্ছুরিত এ কণা বা রশ্মির শক্তিই পরমাণু শক্তি । চিকিৎসা বিজ্ঞানে এ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার রোগ নির্ণয় ও রোগের চিকিৎসা করা হয়। এই পদ্ধতিতে রোগের দরুন কোন অঙ্গের গঠনগত পরিবর্তনের পূর্বেই তার প্রাণরসায়ন ও ক্রিয়াকলাপ সম্পর্কিত পরিবর্তন সনাক্ত করা সম্ভব। এতে স্বাভাবিক শারীরবৃত্তীয় ভারসাম্যের বিচ্যুতি না ঘটিয়ে খুব অল্প পরিমাণ রেডিওআইসোটোপ ব্যবহার করে বিভিন্ন অঙ্গের ক্রিয়াকলাপ পরীক্ষা করা যায়। এতে ব্যবহৃত রেডিওআইসোটোপ বিকিরণ মাত্রার পরিমাণ সাধারণ এক্সরেতে ব্যবহৃত বিকিরণ মাত্রার তুলনায় অনেক কম। এটা আন্তঘাত মুক্ত। তাই এতে রোগীর কোন কষ্ট বা যন্ত্রণা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ অধ্যাপক ডক্টর আবু হাসান মোঃ আহসান হাবিব, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডাক্তার মোহাম্মদ হারুন-অর-রশিদসহ যশোরের শতাধিক ডাক্তার।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইনমাসের পরিচালক ডঃ মোঃ জামিউল হোসাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *