যশোরে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: যশোরে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ শিশির হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রোববার সকালে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা মোড়ে বাবু শপিং কমপ্লেক্স এর উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শিশির হোসেন জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন।
তিনি বলেন, শিশির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঘারপাড়া উপজেলার ধলগা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।