যশোরে ১০ দিন ধরে যুবক নিখোঁজ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দশ দিন ধরে মনিরুল ইসলাম (২৪) নামে এক যুবক নিখোঁজ রয়েছে।

সে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার  আবুল কালাম আজাদের ছেলে।

গত মাসের ২৭ই আগস্ট বিকাল চারটার দিকে বাড়ি থেকে ধর্মতলার উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ তিনি।

এ ঘটনায় নিখোঁজ মনিরুল ইসলামের বাবা আবুল কালাম আজাদ ৩০শে আগস্ট যশোর কোতোয়ালী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন।

আবুল কালাম আজাদ জানান, গত মাস দু’য়েক আগে ঝিনাইদহ এলাকার রত্না নামে এক নারীর সঙ্গে  তার বিয়ে হয়। রত্না যশোর চাঁচড়া পুলেরহাট আদ-দীন নার্সিং চাকরি করতো। দিন দশেক ছেলের সঙ্গে সংসার করে রত্না ঢাকাতে চলে যায়। এরপর ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, থানা নিখোঁজের ডাইরী হওয়ার পর খোঁজ খবর নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ছেলে টির মাথায় গন্ডগোল আছে। তারপরও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাকে পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *