নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে একত্ববোধ ঘোষণা করে নানা শ্রেণিপেশার মানুষ সড়ক অবরোধ গণহত্যা,গণগ্রেফতার ও সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন।
শনিবার (৩ই আগস্ট) দুপুরে যশোর শহরের পালবাড়ি মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। দুপুর ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় যশোর পালবাড়ি মোড়ে জমায়েত হয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এরপর বেলা ১২টার দিকে যশোরে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
মিছিলটি ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদাহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তিনটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।
বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান, জুয়েল রানা, সাব্বির প্রমুখ।
শিক্ষার্থীদের নেতারা বলেন, এখন তাদের একটাই দাবি সরকারের পদত্যাগ। সারা দেশের মানুষ তাদের সাথে আছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন।