নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী তরিকুল ইসলামে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বাদ আসর যশোর জেলা শ্রমিক দল রেলগেট শাখার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুর রহমান সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপি নেতা খায়রুল বাশার শাহীন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের জেলার নেতা মোহাম্মদ জাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
যশোরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রক্তদান, কোরআন শরীফ প্রদান, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
যশোর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপি নেতা খায়রুল বাশার শাহীনের পরিচালনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যশোর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ইসহাক, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরহান আহমেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান বাশার সোহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।