স্টাফ রির্পোটার: যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকসহ দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ই নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক দু’টি অভিযানে এসব মাদকদ্রব্য ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
আটক মো. নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অপার এক অভিযানে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিলসহ এনামুল হাসান ইমন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর যৌথবাহিনীর ক্যাপটেন নাবিল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলায় দু’টি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে নোয়াপাড়া থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকও অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের আদালতে হস্তন্তর করা হয়েছে।