যশোরে মৃত গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু 

নিউজটি শেয়ার লাইক দিন

 শার্শা প্রতিনিধি: যশোর-বেনাপোল সড়কের মৃত্যু গাছগুলো যেন মরণ ফাঁদ। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখিও হয়েছে। তবে এখনো পর্যন্ত টনক নড়েনি কর্তৃপক্ষের। 

গত পাঁচ বছরে যশোর বেনাপোল সড়কের মৃত্যু গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে ১২ জনের।

সোমবার (১০ই জুন) রাত ৯টার দিকে উপজেলার জামতলা-শার্শা সড়কের রিফা ইটভাটার সামনে জোহর আলী (৪৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই সড়কে গত পাঁচ বছরে মৃত্যু হল ১৩ জনের। আর আহত হয়েছে শতাধিকেরও বেশি।

নিহত জোহর আলী উপজেলার উলাসি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রি স্টার ফল ভাণ্ডার নামের আমের আড়তে কাজ করতেন।

নিহতের ভাই বাবু জানান, জোহর আলী শার্শার বেলতলা বাজারে আমের আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। সারাদিন কাজ শেষে তিনি রাতে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময়ে পথিমধ্যে জামতলা থেকে শার্শা সড়কের রিফা ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ আকস্মিক ঝোড়ো বাতাস শুরু হয়। এতে সড়কের পাশের একটি মরা গাছের বড় ডাল ভেঙে জোহর আলীর ওপর পড়ে। ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে নাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ও চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলে বেনাপোল যশোর রোড ও সাতক্ষীরা রোডের মৃত্যু গাছগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমাদেরও যাতায়াত করতে ভয় হয়। কখন জানি শুকনো গাছের ডাল ভেঙে পড়ে। তবে গাছগুলো এখনই অপসারণ না করলে অদূর ভবিষ্যতে আরো ক্ষয়ক্ষতি বাড়বে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *