যশোরে মৃত ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে চেক বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টেপ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় যশোর সার্কিট হাউজ মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। “সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় ” শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ- পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, প্রেসক্লাব যশোর’ র সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজিন খান, প্রেসক্লাব যশোর’র সাবেক সহ সভাপতি নুর ইসলাম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তৌহিদ জামান, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সাংবদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা অথচ এই পেশায় যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আজ মানবেতর জীবন যাপন করছেন। বিগত ১৬ বছর সাংবাদিকদের একটি গোষ্ঠীকেই বার বার অনুদান দেয়া হয়েছে। গণমাধ্যম রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলেও অথচ এই শক্তিকে বিগত দিনে অথর্ব করে রাখা হয়েছিল। পরিণত করা হয়েছিল রুগ্ন প্রতিষ্ঠানে। আর সাংবাদিকদের বানানো হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীতে।

তিনি আরো বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সম্ভাব্য করণীয় সব কিছু করার চেষ্টা করা হবে। অচিরেই প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক সম্মানি ভাতা দেয়া হবে। তিনি দেশের বিরুদ্ধে যারা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জুলাই আগস্টের বিপ্লবে দেশে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা নজীরবিহীন। এই ঐক্যকে ধরে রাখতে হবে। তাহলে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা অত্যন্ত সহজ হবে। যে সব ছেলেরা রক্ত দিয়েছে তাদের জন্য আমরা কিছু করতে না পারলেও অন্তত সম্মান জানাতে কখনও কার্পণ্য করব না।

সভায় জুলাই – আগস্টে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। সব শেষে যশোর সহ খুলনাঞ্চলের মৃত, অসচ্ছল এবং চিকিৎসার্থে সাংবাদিকদের মাঝে নগদ চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *