যশোরে মাদক বিক্রির প্রতিবাদ করায় জামাত নেতা খুন
স্টাফ রির্পোটার: যশোরে মাদক বিক্রির প্রতিবাদ করায় আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক জামাত নেতা খুন হয়েছে। তিনি যশোর শহরের গাজীর বাজার জামাতের ইউনিটের সভাপতি।
সোমবার (৪ই নভেম্বর) সন্ধা সাতটার দিকে যশোর শহর তলীর খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। সে খোলাডাঙ্গা এলাকার আজিজুল ইসলাম মিন্টুর মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম সজল সোমবার সন্ধায় মসজিদে মাগরিবের নামাজ পড়ে সার গোডাউনের সামনে আসার সাথে সাথে যশোরের চিহ্নিত সন্ত্রাসী কামরুল,টিটুও সরলের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল দু’টি মটরসাইকেল যোগে এসে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত যখম করে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্য ঘোষণা করেন। এর কয়েক দিন আগে গাজীর বাজার এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কামরুলের সাথে মাদক ব্যবসাও চাঁদাবাজি নিয়ে তার কথাকাটা কাটি হয়। তার জের ধরে এ হত্যা কান্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো জানান।
বিষয়টি নিয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।