যশোরে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র স্বর্ণালংকারসহ আরো ৯ ডাকাত আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র স্বর্ণালংকারসহ আরো ৯ অন্তজেলা ডাকাত-চক্রের সদস্য আটক হয়েছে। উল্লেখ্য গত সোমবার যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা খুলনা যশোর ও গোপালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকার দলের আরো ১০ সদস্য সদস্যকে ডাকাতি করা স্বর্ণালংকার ও অন্যান্য আলামত সহ গ্রেফতার করেন।

বুধবার(৩০ শে নভেম্বর ২০২২)  সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যশোর ও খুলনায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৮ সদস্যসহ লুন্ঠিত স্বর্ণসহ একজন ক্রেতাকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের দেয়া তথ্যমতে

খুলনা খালিশপুর বাজারে চিত্রালী হলের সামনে রজনীগন্ধা জুয়েলার্স থেকে লুন্ঠিত দুই ভরি স্বর্ণালংকার এবং জলকর রোহিতা গ্রামের টেংরামারী বিলের বকুলের পুকুর থেকে লুন্ঠিত ২টি মোবাইল ফোন এবং পুলেরহাট তপস্বীডাঙ্গায় গ্রেফতারকৃত আসামী নুর ইসলামের ভাড়া বাসা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ওয়ান শুটারগান ও অন্যান্য আলামত জব্দ করেন

আটককৃতরা হলেন, ১) যশোর ঝিকরগাছা আশিংড়ী এলাকার মৃত বেলায়েত মোড়লের ছেলে নুর ইসলাম (৪৫),বর্তমান ঠিকানা যশোর ফুলের হাট তফসীডাঙ্গা এলাকার-হাজী আঃ রউফের বাসার ভাড়াটিয়া, ২) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরদৌলতখান (নতুনচর দৌলতখান) এলাকার আজিজ সরদারের ছেলে স্বপন সরদার @ খবির @ কবির (৫৫), ৩) মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর আমবাড়ি এলাকার শাহাজান বেপারী ওরফ শামসু শেখের ছেলে লিটন শেখ @ লিটন হাওলাদার @ লিটন ব্যাপারী @ আলম হাওলাদার (৪৯),৫) মাদারীপুর জেলার সদর উপজেলার বালশা এলাকার মৃত মসজিদ নকতির ছেলে হুমায়ন কবীর (৫০), ৬) যশোর সদর উপজেলার পলিরহাট কৃষ্ণবাটি এলাকার আতিয়ার শেখের ছেলে জাকির (২৫), ৭) রাজবাড়ী জেলার সদর উপজেলার ব্রাহ্মণদিয়া এলাকার মফিজ উদ্দিন মোল্লার ছেলে আনোয়ার (৪১), ৮। গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মৃত হামিদ শেখের ছেলে সুরুজ শেখ (৫১), সে বর্তমানে যশোর সদর উপজেলার আশ্রম মোড় এলাকার এপি খালেদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া, ৯) ডাকাতিকৃত স্বর্ণ ক্রেতা খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার ছোট বয়রা শশান ঘাট সড়কের জোড়ান চন্দ্র কর্মকারের ছেলে অসীম চন্দ্র কর্মকার (৪৭),

যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে একাধিক থানা ডাকাতি ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গত ২৬ নভেম্বর ২০২২ তারিখ রাত অনুমান ২ টার দিকে মনিরামপুর কোদলাপাড়া মশিউর রহমানের বসতবাড়ীতে অজ্ঞাতনামা ১০/১১ জন ডাকাতি করে স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরের দিন ভুক্তভোগী মনিরামপুর থানায় একটা ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মামলাটির তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপর। একপর্যায়ে আমার তত্ত্বাবধানে যশোর গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকস দল যশোর ও খুলনায় অভিযান চালিয়ে অন্ত জেলা ডাকাত চক্রের ৮ সদস্যসহ লুন্ঠিত স্বর্ণসহ একজন ক্রেতাকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে খুলনা খালিশপুর বাজারে চিত্রালী হলের সামনে রজনীগন্ধা জুয়েলার্স থেকে লুন্ঠিত দুই ভরি স্বর্ণালংকার এবং জলকর রোহিতা গ্রামের টেংরামারী বিলের বকুলের পুকুর থেকে লুন্ঠিত ২টি মোবাইল ফোন এবং পুলেরহাট তপস্বীডাঙ্গায় গ্রেফতারকৃত আসামী নুর ইসলামের ভাড়া বাসা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটা ওয়ান শুটার গান ও অন্যান্য আলামত জব্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *