যশোরে জামাত নেতা খুনের ঘটনায় আটক- ৫ 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের জামাত নেতা ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুই কিশোর গ্যাং এর সদস্যসহ ৫ জনকে গ্রেফতার হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্য মতে দুটি আগ্নেয়াস্ত্র চাকু উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১১ টা রং দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দারী পুলিশের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার।

তিনি জানান,জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্ত শুরু করে যশোর ডিবি পুলিশের একটি টিম। তদন্ত চলাকালে খোলাভাঙ্গা গাজিরহাট বাজার থেকে দুই আসামি সাদমান রহমান সাকিন (১৯) ও আল-আমিন হোসেনকে (১৮) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নাম প্রকাশ করে।

আসামিদের আগে ধারণ করা একটি ভিডিও ফুটেজ জব্দ করে পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লাবিব, সাকিনসহ ৪ থেকে ৫ জন একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। ওই ভিডিওর সূত্র ধরে সাকিনের তথ্য মোতাবেক অভিযান চালিয়ে ভিডিওতে প্রাপ্ত কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্য রায়হান আহমেদ (২১), আব্দুর রহমান সাগর (২১) ও রিয়াদ হাসানকে (২১) গ্রেফতার করা হয়। আসামিরা সবাই যশোর শহরতলি ও শহরের খোলাডাঙ্গাওখড়কি এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আল আমিন ও সাকিন নিজেদের সংশ্লিষ্টতার স্বীকার করে জামায়াত নেতা সজলের হত্যাকাণ্ডে জড়িত আরও ১৩ থেকে ১৪ জনের নাম প্রকাশ করে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এজাহার করেছেন বলে জানান শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *