যশোরে চোরাই স্বর্ণ অলংকারসহ আন্ত: জেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চোরাই একটি সীতাহার ও রুপার অলংকারসহ আন্ত: জেলা চোর চক্রের সদস্য আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। 

সে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হাজী গ্রামের বাবুল মোল্লার ছেলে। সে যশোর উপ-শহর ডিব্লকে মাহবুবুল আলম খান এর বাসার ভাড়াটিয়া।

শনিবার (৮ই জুন) বিকেলে যশোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা যশোর নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ সময়ে তার হেফাজত থেকে ১টি সীতাহার ও রুপার অলংকার জব্দ করেন। জিজ্ঞাসাবাদে কেশবপুর কালি মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করেন । পরে তার বাসা থেকে চোরাই স্বর্ণ অলংকার সহ চোরাই ৪টি শাড়ি কাপড় উদ্ধার করেন।

৯ মে-তে গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা কেশবপুর বাজারের কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে ১৩ ভরি ১ আনার স্বর্ণালংকার, ১৮ ভরি রুপার অলংকার ২২টি শাড়ি চুরি করে নিয়ে যায়। ঐ দিনেই কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত দেয়া হয় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর। গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম প্রযুক্তির মাধ্যমে আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে গতকাল বিকালে যশোর উপসহ এলাকায় অভিযান চালিয়ে আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার হেফাজত থেকে তিন ভরি এক আনা ওজনের ১টি সীতাহার, তিন ভরি এক আনা ওজনের ১টি রুপার কোমর বিছা, তিন ভরি সাত আনা ৫টি রুপার নুপুর, একটি মোবাইল ফোন ও ওপার ভাঙ্গার একটি প্লাস জব্দ করেন।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, প্রযুক্তি সহায়তায় আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।  সে আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যাকে দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *