গত রোববার রাত ১০ টার দিকে যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে অ্যাডভোকেট এ হামলার শিকার হন।
এঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল দশটায় প্রেসক্লাব যশোরের সামনে আইনজীবী সমিতির ব্যানারে মানববন্ধন করা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
মানববন্ধনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান যশোরের একজন স্বনামধন্য আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে যশোর নারী ও শিশু নির্যাতনও দমন বিশেষ ট্রাইব্যুনাল ও মানব পাচার-২ এর পাবলিক প্রস্টিকিউটর (পিপি) হিসাবে দায়িত্ব পালন করছেন। তার গায়ে হাত তোলা মানে সমস্ত আইনজীবীর গায়ে হাত তোলা। তাই এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আমরা আজ সব আইনজীবী একত্রিত হয়েছি। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।
এডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল অভিযোগ করে বলেন, রোববার রাত দশটার দিকে তিনি কসবা পুলিশ ফাঁড়িতে যান কয়েকজন হকার কে উচ্ছেদের বিষয়ে নিষ্পত্তি করার জন্য। এ সময়ে আলাপ-আলোচনার মধ্যেই জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর আক্রমণ করে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময়ে পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এডভোকেট মোস্তফিজুর রহমান মুকুল আমার এক কর্মীকে পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেন এ নেতা।