যশোরে ইউনিয়ন পরিষদে তালা, দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেয় স্থায়ীয় বিএনপি নেতাকর্মীরা। এতেক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যানের লোকজন সশস্ত্র ক্যাডার নিয়ে হামলা করে বিএনপির নেতাকর্মীর বাড়িতে। দুই পক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হন ২০জন।

স্থানীয়রা জানান বুধবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন কাউন্সিলে গিয়ে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ঘন্টাখানেক পরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোস্তাফিজুর ইসলাম মুক্তর লোকজন ইউনিয়ন কাউন্সিলে গিয়ে সেই তালা ভেঙে ফেলে। কিছুক্ষণের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্ততপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0001.jpg

এলাকাবাসী জানান, বুধবার দুপুর একটার দিকে চিংড়া বাজার ও আশপাশের বিএনপির নেতাকর্মী চিংড়া বাজারে অবস্থিত সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর অপসারণের দাবিতে তালা ঝুলিয়ে দেয়। এপরপর চেয়ারম্যানের লোকজন ওই তালা ভেঙ্গে দেয়।

আহতরা হলেন, ইউপি মেম্বার সবুর, আওয়ামী লীগের মোস্তাফিজুল ইসলাম মুক্তোর ভাই মোজাহিদুল ইসলাম পান্না (৪০), মাজাহারুল ইসলাম মানিক (৩৫), গোলাম মোস্তফা (৪৫), রনি (৩২), নাঈম হোসেন (২২), রকি (২৬), আকাশ (২৫), সাগর (২৭), ইউনূচ হোসাইন (৩২) ও আবু সাঈদকে (৩০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কেশবপুর হাসপাতালে ভর্তি করেছেন। বাকি আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তো বলেন, কিছু সন্ত্রাসী লোক পরিষদে তালা ঝুলিয়ে দিলে এলাকাবাসী তালা ভেঙ্গে দিয়েছে। এ সময় তারা এলাকাবাসীর উপর হামলা করে মারপিট করে।

বিএনপি’র ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন বলেন, চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম ৫ আগস্টের পরে ওই চেয়ারে বসে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপাততপরতায় লিপ্ত আছেন। বিভিন্ন সময় তিনি বিএনপি সহ এই সরকারের নামে বিভিন্ন কথাবার্তা বলেন। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল। সে কারণেই ইউনিয়ন পরিষদে তাকে আর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে দেয়া হবে না বলে এলাকার মানুষজন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। তিনি দাবি করেন ওই তালা চেয়ারম্যান পক্ষের লোকজন ভেঙে ফেলতে গেলে তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

বিষয়টি নিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের মুঠোফোনের বারবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *