যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত- ১

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশাদুল হক আশা (৪০) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন

শনিবার বিকেলে উপজেলার ছুটিপুর বাজারের জামতলা মোড়ে এই সংঘর্ষের এ ঘটনা ঘটে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আশাদুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তিনি মারা যান।

আশাদুল হক ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই মহিদুল ইসলাম ও গুরুতর আহত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষের ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এজাহারনামীয় ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন ওলিয়ার, সাহাঙ্গীর, রাকিব, জনাব আলী, আরব আলী ও আহমেদ আলী। তাঁদের বাড়ি ছুটিপুর, কাগমারী, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় বাড়ি বিক্রি করে আশাদুল হক আশা বিদেশে পাড়ি জমিয়েছিলেন। গত ৫ এপ্রিল তিনি ওমান থেকে এলাকায় ফেরেন। শনিবার বিকেলে জামতলা মোড় স্থানীয় বিএনপির কার্যালয় থেকে নেতা-কর্মীদের নিয়ে বাজারে মহড়া দেন আশা ও তাঁর ভাই মহিদুল। এ সময়ে বিপ্লব নামের একজনের নেতৃত্বে বিএনপির অপর একটি পক্ষ তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ড হয় ও সংঘর্ষ হয়। সংঘর্ষে আশা ও তার ভাই মহিদুল ইসলাম গুরুতর আহত হয়।

মহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম বলেন, ‘ছুটিপুর বাজারে জামতলা মোড়ে আমার বাবা ও চাচাকে মোহন, নসু, বিপ্লব, সাদ্দামসহ পাঁচজন মিলে কুপিয়ে আহত করেন। পরে অভিযুক্তরা তাঁদের ভ্যানের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামতলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপির দুই পক্ষের উত্তেজনা চলছিলো। এ ঘটনার জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশা ও তার ভাই মহিদুল গুরুতর আহত হয়। আশার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৬জন গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *