নিজস্ব প্রতিবেদক: ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যশোর বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৪ই আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে যশোর লাল দিকের পাড়-বিএনপি’র পার্টি অফিসে এ অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ইমদাদুল হক নামে এক ওষুধ কোম্পানিতে চাকরিরত একজন পথচারী সামনে পড়লে অগ্নি সংযোগকারীরা তাকে বেধড়ক পিটিয়ে যখম করেন। তার বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার বরশোল গ্রামে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে খবর পেয়ে সাথে সাথে যশোর কোতোয়ালী থানা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক,জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার সহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে পার্টি অফিসের আশপাশের কয়েকজন জানিয়েছেন, ১৫ থেকে ২০ জন যুবক লাঠিসোটা হাতে নিয়ে সন্ধ্যার একটু আগে আচমকা বিএনপি’র পার্টি অফিসের সামনে গিয়ে দরজা ভেঙে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময়ে আশপাশের লোকজনকে অগ্নি সংযোগের বিষয়ে মুখ না খুলতে ভয়-ভীতি দেখিয়ে যান।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বেলাল হোসাইন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এরপর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।