যশোরের ৬ পুলিশ সদস্য পেলেন পদক-আইজিপি ব্যাজ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ২০২১ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন (“ক” সার্কেল), যশোর রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন

এবং একই কাজের স্বীকৃতি স্বরুপ ২০২০ সালে একই সার্কেলের সাবেক কর্মকর্তা  অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)পেয়েছেন।

এছাড়া পুলিশি সেবার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জল করায় যশোর জেলার বিভিন্ন পদমর্যাদার চারজন পুলিশ সদস্য আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ) ব্যাজ প্রদান করা হয়েছে।

আইজিপি ব্যাজ প্রাপ্ত পুলিশ সদস্যগণ হলেন-১। মফিজুল ইসলাম, পিপিএম,জেলা গোয়েন্দা শাখা, যশোর, আইজিপি ব্যাজ (২০২০ সাল),২। পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ মনিরুজ্জামান (সাবেক অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, যশোর), আইজিপি ব্যাজ (২০২০ সাল),৩। মোঃ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত)/, মনিরামপুর থানা, যশোর, আইজিপি ব্যাজ (২০২০ সাল),৪। কনস্টেবল সোহেল মাতুব্বর, সাবেক পুলিশ মিডিয়াসেল, যশোর, আইজিপি ব্যাজ (২০২০ সাল)।

আজ রবিবার (২৩ জানুয়ারি ২০২২) সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন।

এ সময়ে পুলিশি সেবার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জল করায় যশোর জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসারদের পুলিশ সদস্য আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ) ব্যাজ প্রদান করেন।

রোববার রাতে যশোর পুলিশের মিডিয়া সেল থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

একই সাথে যশোর জেলা পুলিশ তিন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে-

(১) মাদকদ্রব্য উদ্ধারে ২০২০ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে ২য় স্থান অর্জন করেছেন,

(২) মাদকদ্রব্য উদ্ধারে ২০২১ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে ৩য় স্থান অর্জন করেছেন,

(৩) অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২০২০ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে ২য় স্থান অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *