মনিরামপুর সদর ভূমি অফিস: সরকারী ফি ১১শ’ ঘুষ ৩ হাজার ৯শ’

নিউজটি শেয়ার লাইক দিন

মনিরামপুর সদর ভূমি অফিস: সরকারী ফি ১১শ’ ঘুষ ৩ হাজার ৯শ’

নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর সদর ভূমি অফিস দুর্নীতির আকড়াই পরিণত হয়েছে।

অফিসটিতে আসা সেবা গ্রহীতাদের নিকট থেকে প্রতিটি নামপত্তন বা নামজারী বাবদ সরকারী ফি ১১শ৫০ টাকা হলেও বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে অতিরিক্ত’ ৩ হাজার ৯শ’টাকা ঘুষ আদায় করা হচ্ছে।

অনিয়ম দুর্নীতির ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

বিষয়টি নিয়ে কোন সেবা গ্রহীতা প্রতিবাদ করলে তাকে আরো বেশি হয়রানি শিকার হতে হয়। যে কারণে ভুক্তভোগীদের অতিরিক্ত দাবী করা টাকা দিয়ে এখান থেকে মুক্তি পেতে হয়

ভূমি অফিসের একাধিক সূত্রগুলো জানিয়েছে, ভূমি অফিসের নায়েব গাজী আতিয়ার রহমান শুধু হাজিরা দিয়েই খালাস। আর তার কাজকর্ম ও টাকা নেয়ার মাধ্যম অফিস সহায়ক রিপন। এছাড়া নয়ন নামে আরো একজন রয়েছে। এদের ছত্রছায় ভূমি অফিস কেন্দ্রিক গড়ে উঠেছে একটি শক্তিশালী দালাল চক্র। অধিকাংশ সেবা গ্রহীতা এ দালালদের মাধ্যমে ভূমি অফিসে নামজারি বা নামপত্তন করে থাকেন। যে কারণে অতিরিক্ত টাকা নেয়া হলেও বিষয়টি জানাজানি হয় না। যে দু’ একজন দালাল ছাড়া ভূমি অফিসে সেবা নিতে আসেন তাদের সঙ্গেও অফিস সহায়ক রিপন ও নয়নের সঙ্গে কঠোর গোপীর্ণতার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা হয়। যে কারণে সচরাচর টাকা-পয়সার লেনদেনের দৃশ্য সামনে আসে না।

 

মনিরামপুরের দুর্গাপুর এলাকা থেকে ভূমি অফিসে সেবা নিতে আসা রোজিনা জানান, তিনি সোমবার দুপুরে অফিসে আসেন দুই শতক জমির নামজারি বা নামপত্তন করতে। এ সময়ে অফিসের সামনে বসে থাকা রিপন নামে ওই ব্যক্তির কাছে গেলে তিনি জমির কাগজ পত্রে সমস্যা আছে বলে আমাকে জানান। তিনি আমাকে বলেন পাঁচ হাজার টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব কাগজপত্র ম্যানেজ করে তিনি নামপত্তন করে দেবেন।

 

অলিয়ার (ছদ্মনাম) নামে এক সেবা গ্রহীতা জানান, গত তিন মাস আগে তিনি আমার কাছ থেকে একটা দলিল নিয়েছিলেন নাম পত্তন করে দেওয়ার জন্য। সে সময় তিনি আমার কাছ থেকে ছয় হাজার টাকা নিয়ে দীর্ঘ আড়াই মাস ঘুরিয়ে কাজটি করে দিয়েছে। এই অফিসে শুধু আমি নই। কোন ব্যক্তি ঘুষের টাকা ছাড়া কাজ করতে পারেন না। তাছাড়া এই অফিসে রয়েছে ডজনখানেক দালাল। তারাও এখানে সেবা নিতে আসা গ্রহীতাদের নানাভাবে হয়রানি করে থাকেন। অথচ ভূমি অফিসের পাশেই এসি ল্যান্ড অফিস। তিনিও বিষয়টি দেখেও না দেখার ভান করেন।

ভুক্তভোগীর সাক্ষাৎকারের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

ঘুষের টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে মনিরামপুর সদর ভূমি অফিসের অফিস সহায়ক রিপন বলেন, ভূমি অফিসে আসা সেবা গ্রহীতাদের নানাভাবে সহযোগিতার জন্য আমরা অতিরিক্ত টাকাটা নিয়ে থাকি। তাছাড়া কাজ করাতে গেলে ফাইল প্রতি ভূমি অফিসে প্রতিটি টেবিলে টাকা দিতে হয়। এ কারণেই মূলত ভূমি অফিসে আসা সেবা গ্রহিতাদের নিকট থেকে অতিরিক্ত টাকার গ্রহণ করা হয়।

বিষয়টি নিয়ে ভূমি অফিসের ভূমি কর্মকর্তা গাজী আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। কোন কিছু প্রশ্ন করতে হলে বা জানতে হলে উপজেলা সহকারী ভূমি কমিশনার আছেন। তিনি সবকিছু জানেন। তার কাছে জিজ্ঞাসা করার পরামর্শ দেন এ ভুমি কর্মকর্তা। ‌

এরপর বিষয়টি জানার জন্য মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুমের অফিসে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনের সংযুক্তি ও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *