ভাষা শহীদের স্মরণে পাঁচ হাজার মোমবাতি প্রজ্বলন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার :ভাষা শহীদদের স্মরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ হাজার দুইশ’ মোমবাতি প্রজ্বলন করা হয় । আজ সন্ধ্যায় ৭টায় চাঁদের হাট যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করেন স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসময় তিনি বলেন, সাংস্কৃতিক পীঠস্থান যশোর। এ জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য একটি সাংস্কৃতিক ভবন বা সাংস্কৃতিক পার্ক করতে চাই। আমাকে যদি জেলা প্রশাসন একটি জমি দেন তাহলে আমার মন্ত্রণালয় থেকে যত টাকা বরাদ্দ দেয়া লাগুক না কেন সাংস্কৃতিক পার্ক নির্মাণ করে দেবো।
চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে যশোরের সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে বিকাল ৫টা থেকে শহীদ বেদীতে ভাষা শহীদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চাঁদের হাট, উদীচী, পুনশ্চ যশোরের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবশেন করেন।
করোনার কারণে বিধিনিষেধ থাকায় এ অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠনের নির্ধারিত কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *