ভারতের ১২ ধরনের আমদানী পণ্য সংবেদনশীলও শুল্ক ঝুঁকি

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ভারতের আমদানিকৃত পণ্যের মধ্যে ১২ ধরনের আমদানী পণ্য সংবেদনশীল ও শুল্ক ফাঁকির ঝুঁকি রয়েছে। এরফলে পণ্যগুলো বাংলাদেশে প্রবেশে নতুন করে ১১ শর্ত আরোপ করেছেন।

আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীল, কার্যাবলী সম্পাদনে সময় কমানো, বাণিজ্য সহজীকরণসহ করদাতাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এসব শর্ত আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (৬ই জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টম হাউজের কমিশনারের স্বাক্ষরিত এ শর্ত আরোপের আদেশ জারি করা হয়।

একই আদেশে ১২ ধরনের আমদানি পণ্যকে সংবেদনশীল ও শুল্ক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

পণ্যগুলো হলো- অ্যাসর্টেড গুডস, সব ধরনের কাপড়, সব প্রকার নতুন-পুরাতন মটর পার্টস (টু হুইলার, থ্রি হুইলার, ফের হুইলার ইত্যাদি), বাইকের যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য, প্রসাধন সামগ্রী, ইমিটেশন জুয়েলারি, বাণিজ্যিক ভিত্তিতে রেয়াতি সুবিধায় আমদানিকৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, শিল্প খাতের যন্ত্রাংশ, চিকিৎসা যন্ত্রপাতি ও অস্ত্রোপচারের সামগ্রী, একই চালানে পাঁচমিশালি পণ্য। এসব পণ্যের চালানও কায়িক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান, এইচএস কোডসহ বিভিন্ন বিষয় নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে পণ্যের চালানের কায়িক যাচাই-বাছাই করা, গোপন সংবাদ সংগ্রহ, বন্দরের ভেতর-বাইরে ঘোষণা অতিরিক্ত ও বহির্ভূত পণ্য চালান চিহিৃতকরণ, ফাঁকি উদঘাটন, রাজস্ব আদায় ও খালাস প্রক্রিয়া নজরদারি এবং চোরাচালান প্রতিরোধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য আইআরএম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে প্রযোজ্য ক্ষেত্রে আইজিএম, বিল অব এন্ট্রি লকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি শুল্ক-কর ফাঁকি রোধে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া রপ্তানির ক্ষেত্রে ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য চালান অথবা ২০ হাজার পিসের বেশি ঘোষণার রেডিমেড গার্মেন্টস (শার্ট, প্যান্ট, টি-শার্ট, আন্ডার গার্মেন্টস ইত্যাদি) পণ্য চালান কায়িক পরীক্ষা করা।

কায়িক পরীক্ষার মানে হলো, এতে পণ্যের চালান খুলে দেখা হয় এবং ঘোষণা দেওয়া পণ্যের সঙ্গে মিল আছে কি না, তা পরীক্ষা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয় আদেশে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দরের গতি সঞ্চার ও শুল্ক ফাঁকি রোধে এ নতুন করে শর্ত আরোপ যুক্ত করা হয়েছে । এর ফলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য চালানের খালাস ত্বরান্বিত হবে। অন্যদিকে বেনাপোল কাস্টমসের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *