নিজস্ব প্রতিবেদক, যশোর : এক দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছেন যশোরের নানা শ্রেণীর মানুষ।
রোববার (৪ই আগস্ট) সকাল দশটা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে যশোরের চাঁচড়া চেকপোস্টে একত্রিত হয় ছাত্র জনতা। এ সময়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে একত্ববোধ ঘোষণা করে সাধারণ জনতা বিক্ষোভ মিছিলে যোগ দেন।
এ সময়ে আন্দোলনরত শিক্ষার্থী জনতা সরকারের পদত্যাগের এক দাবিতে নানা ধরনের স্লোগান দেন।
যশোর বৈষম্য বিরোধী আন্দোলন সমনায়ক রাশেদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষ একত্ববোধ ঘোষণা করে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। সেই সাথে ‘সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের’ দাবি জানানো হয়েছে।
এর আগে ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদসহ ৬ সমন্বয়কারী রোববার থেকে‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ ঘোষণা দেন। পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি, আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্তর দাবি করেন ।
আরো ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন
অন্যদিকে আওয়ামী লীগ ও পাল্টা কর্মসূচি হিসাবে রোববার দেশের সব জেলা -উপজেলার ওয়ার্ডে জমায়েত কর্মসূচি পালন করার কথা জানিয়েছিলেন। তবে আজ সকাল থেকে আওয়ামী লীগের কোন সংগঠন কে রাস্তায় নামতে দেখা যায়নি। অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাস্তায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজ কোন পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় নি।